জ্বি হ্যাঁ, যদি ছবিটি পিছনে থাকে তবে নামায হবে। তবে নামায পড়ার সময় ছবিটিকে ঢেকে রাখা্টাই উত্তম্। আরো ভালো হয় যদি ছবি টাঙ্গানো না হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না’ [সহীহ বুখারী: ২৯৮৬, সহীহ মুসলিম: ৩৯৩০]