জ্বি না। বে-নামাযি লোকের জন্য কোনো কাফফারা আদায় করতে হয় না। তাছাড়া নামাযের কোনো কাফফারা নেই। ওজর থাকলে রোযার পরিবর্তে ফিদইয়ার বিধান আছে।
(ফিদইয়া হলো একজন লোকের এক দিনের খাবারের সমান। (সুরা বাকারা, আয়াত: ১৮৪) জাকাত-ফিতরা যাদের দেওয়া যায়, ফিদইয়া তাদের দিতে হয়। ফিদইয়া এককালীন বা একসঙ্গেও আদায় করা যায়। একজনের ফিদইয়া অনেককে দেওয়া যায়, আবার অনেকের ফিদইয়া একজনকেও দেওয়া যায়।)