জ্বি, এটা না পড়লেও নামায হবে। বরং “ইন্নি ওয়াজ্জাতু’ দু’আ টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাযে দাঁড়িয়ে পড়েছেন বলে হাদীসে পাওয়া যায় না। এটা আমাদের তৈরী করা নিয়ম। নামাযের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’আটি পড়েছেন বলে হাদীস থেকে জানা যায়। আবূ রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার নিকট একটি কিতাব ছিল যাতে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের শুরুটা ছিল এরূপ যে, তিনি যখন তাকবীর দিয়ে সালাত শুরু করতেন তখন বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ......... “ [তাবারানী: ৯২৩]