ভালো জিনিস আল্লাহর কাছে চাওয়া কোনো দোষের কিছু নয়। তবে ছেলেমেয়ে, যুবক-যুবতী বিয়ের পূর্বে পরস্পর ভাবের আদান প্রদান করা যেটাকে প্রেম বলা হয় এটা নিষিদ্ধ। কিন্তু আপনি কোনো ভালো ছেলে বা মেয়েকে পছন্দ করবেন এবং তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দু’আ বা কামনা করবেন এটা জায়েয। প্রত্যেক নারী বা পুরুষের অধিকার রয়েছে তার স্বামী, স্ত্রী পছন্দ অনুযায়ী নির্বাচন করার। জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে তাঁর সর্ম্পকে জানার যতটুকু কথা বলা বা জানার চেষ্টা করা দরকার ততটুকু ইসলাম অনুমোদন করে। তবে প্রেম বলতে যা বুঝায়; ভাবের আদান-প্রদান করা, অবাধ মেলামেশা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। পাত্র নির্বাচনের ক্ষে্ত্রে তার দ্বীনদারীর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন, বরং দ্বীনদারীই চরিত্রের সবচেয়ে বড় দিক।