এটা দূর করতে আপনাকে চেষ্টা করতে হবে। সালাতের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা এবং সালাত অনাদায়ে পাপের কথা সর্বদা আপনার স্মরণে রাখতে হবে। পাশাপাশি দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। দোয়ায় আপনি বলতে পারেন, এক. আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কাসাল অর্থাৎ ‘হে আল্লাহ! আপনার নিকট আমি অলসতা থেকে আশ্রয় চাচ্ছি’ । দুই. ‘ইয়া মুকাল্লিবাল কুলূবি সাব্বিত ক্বালবীিআলা দ্বীনিকা’ অর্থাৎ হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। তিন. ‘রাব্বানা লা-তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিললাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব’ অর্থাৎ হে আমার রব! (একবার) যখন তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, তখন তুমি আমাদের অন্তরসমূহকে বাঁকা করো না। আমাদের প্রতি তোমার পক্ষ থেকে দয়া করো। নিশ্চয়ই তুমি মহাদাতা।