একাকী নামাজে কোন ওয়াজিব তরক হলে সাজদায়ে সাহু করে যেমন নামাজের ভুল সংশোধন করা যায়, জামাতের নামাজে তা সম্ভব নয়। কেউ যদি জামাতের নামাজের কোন রাকাতে রুকন বা ফরয ছেড়ে দেন, যেমন রুকু, সাজদা তাহলে তাকে পুনরায় ঐ নামায আদায় করতে হবে। ছোটখাটো ত্রুটির জন্য নামায নষ্ট হবে না এবং তাঁকে সাহু সাজদাও করতে হবে না।