যদি ৪ রাকাত নামায পড়তে গিয়ে ভুলবশত ২ রাকাত পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আপনার ভুলের কথা মনে পড়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যেতে হবে এবং বাকি ২ রাকাত নামায আদায় করে ২টি সাহু সাজদা দিয়ে নামায শেষ করতে হবে। যুল ইয়দাইনের হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করেছিলেন [সুনান আবু দাউদ: ৮৫৬]