আউয়াল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্ত। ওয়াক্তের শুরু। নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সময়কে আউয়াল ওয়াক্ত বলে। নামাযের ওয়াক্ত যখন শুরু হলো তখন এটাকে কিছুক্ষণ পর্যন্ত আউয়াল ওয়াক্ত ধরা হয়।