সর্বাবস্থায় ফরয নামাযের পূর্বে একামত দেয়া সুন্নাত। জামা’আতে বা একাকী সর্বাবস্থায় একামত দিতে হবে। রাসুলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের রব যখন পাহাড়ের সুউচ্চ শিখরে কোনো বকরীর রাখালকে দেখে যে, সে আযান-একামত দিয়ে সালাত আদায় করছে তখন আশ্চর্য হন এবং বলেন, তোমরা আমার এ বান্দার দিকে দেখ, সে আমার ভয়ে আযান-একামত দিয়েছে এবং সালাত আদায় করছে। কাজেই আমি আমার বান্দাকে ক্ষমা কিরে দিলাম এবং তাকে জান্নাত বাসী করলাম” [সুনান আবু দাউদ: ১২০৫, হাদীসটি সহীহ]। এ হাদীস থেকে স্পষ্ট যে, একাকী সালাতের জন্য আযান-একামত সুন্নাতের অন্তর্ভূক্ত। একামত না দিলে নামায হবে। সুন্নাতটি আদায় না করার ত্রুটি থেকে যাবে।